বিশ্ব সেরা নেটওয়ার্কার, লেখকদের বই থেকে জেনে নিন কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন?
নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা উত্তরোত্তর বৃদ্ধি পাবে কেন?
(এ অংশটি নেওয়া হয়েছে Business School, By Robert T. Kiyosaki থেকে)
নেটওয়ার্ক মাকের্টিং ব্যবসা ভবিষ্যৎ উজ্জ্বল।বর্তমান অর্থব্যবস্থার পরিবর্তন ও অগ্রগতির প্রবণতার আরও বেশিসংখ্যক মানুষেরকে এ ইন্ডাষ্ট্রিতে টেনে আনবে। আমি কয়েকটি আর্থিক পরিবর্তন ও প্রবণতার পূর্বানুমান করছি।
১. মানুষ আরও স্বাধীনতা চায় : সে যুগ আর নেই যখন ২৫ বছর বয়সে মানুষ চাকরি জীবন শুরু করত, চাকরি বজায় রাখার জন্য যা বলা হত, তাই মেনে চলত... সারা জীবন একটি চাকরিতে ঠিকে থাকত। এখন মানুষ স্বাধীনতা চায়।পার্টটাইম নেটওয়ার্কমার্কেটিং ব্যবসা মানুষকে জীবনের উপর বেশী নিয়ন্ত্রনের সুযোগ দেয়।যারা পরিবর্তন চাই তাদের জন্য স্বল্পমূল্যের,সহজ ও রেডিমেড প্রবেশ পথ তৈরি করে দেয়।
২.মানুষ বিত্তবান হতে চায়: আমার মা-বাবা কর্মজীবনের নিয়ম ছিল যত দিন পরিশ্রম করবে তত দিন ইনকাম থাকবে, অবসর গ্রহনের সংগে-সংগে আয় কমে যাবে।সারা জীবন কঠোর পরিশ্রম কর অথচ অবসর নেওয়ার পর আবার সেই নির্ধন হয়ে পড়বে।
এখন একটি ২৫ বছর তরুণ হয়ত কখনও চাকরি করেনি অথচ কমপিউটার সফটওয়্যার কোম্পানী গড়ে তুলে সে মিলিয়নেয়র(বিল গেটস) হয়ে উঠেছে। এদিকে আবার দেখা যায় যে, ৫০ বছরের প্রৌঢ় ভদ্রলোক চাকরি খুঁজছেন, বছরে ৫০০০০ রোজগারের নিরাপত্তা খুঁজছেন।দু:খের বিষয় হল, প্রৌঢ় ভদ্রলোকের হয়ত অবসর জীবনযাপনের জন্য হয়তো যথেষ্ট অর্থসংস্থান নেই।তার প্রয়োজন ধনলাভ যাতে বাকি জীবনটা যথেষ্ট উপার্জন করে সুষ্ঠ ভাবে কাটানো যায়।এই লোক কে সাহায্য করতে পারে নেটওয়ার্ক মাকের্টিং কোম্পানী।
যে নেটওয়ার্ক মাকের্টিং ব্যবসা গড়তে সফল হবে সে অতি-ধনীদের পর্যায়ে পৌঁছানোর সুযোগ পাবে।...ডাক্তার, উকিল, ইন্ঞ্জিনিয়ার কি রকস্টাররের চেয়েও ধনী হয়ে ওঠার ক্ষমতা তার আয়ত্তে থাকবে।
চলবে...