Powered by Blogger.

হোম

পরম করুনাময় সৃষ্টির্কতার নামে

সারাবিশ্বে গৃহভিত্তিক ব্যবসা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমেরিকায় প্রতি ১০ সেকেন্ডে ১টি গৃহভিত্তিক ব্যবসা খোলা হচ্ছে এবং ২০ লক্ষ লোক লক্ষ ডলার আয় করছে (Money Magazine - March 1996). গৃহভিত্তিক ব্যবসা গঠনের সহজ এবং কৃষ্ট পন্থা হলো নেটওয়ার্ক মাকেটিং পণ্য থেকে নেটওয়ার্ক মাকেটিং এর সূচনা।

নেটওয়ার্ক ব্যবসা ৫০ বছরের পুরাতন শিল্প।শুধু মাত্র আমেরিকায় ৭৭ লক্ষ লোক ব্যবসায় ড়িত। সারা বিশ্বের ১২৫টি বেশী দেশে ব্যবসা চলছে।

নেটওয়ার্ক মার্কেটিং সাধারণ পুরুষ-মহিলাদের জন্য লক্ষ্য স্থির ও স্বপ্নকে বাস্তবায়ন করার সর্বোত্তম ব্যবসায়িক সুযোগ। যা হতে পারে এ সময়ের সর্বোকৃষ্ট আর্থনৈতিক মুক্তির পথ।এটি সুন্দর ও সহযবোধ্য।

এই বিশ্ব নন্দিত নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতিতে বাংলাদেশে সর্ব প্রথম ১৯৯৯ সালের প্রথম দিকে শুরু হলেও এদেশের আর্থ-সামাজিক অবস্থার উপযোগী করে এবং সর্বাধুনিক প্রয়োগশৈলী নিয়ে ২০০০ সালের ১৪ই ডিসেম্বর আত্মপ্রকাশ করে ডেসটিনি-২০০০ লি: এবং আনুষ্ঠানিক ভাবে মিলাদের মাধ্যমে যাত্রা শুরু করে ২০০১ সালের ০৫ জানুয়ারী

বর্তমানে ডেসটিনি-২০০০লি: এর সাথে জড়িত আছে ৩০ লক্ষের ও অধিক লোক। ২০১২ সালের মধ্যে ১ কোটি লোকের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এই আধুনিক মার্কেটিং পদ্ধতিতে ও ডেসটিনির লক্ষ্যকে বাস্তবায়নে সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে সেলফ রিলায়েন্ট প্রজেক্ট। আপনিও আপনার দৈনন্দিন জীবনের অবসর সময় টুকু কাজে লাগিয়ে স্বর্নিভর দেশ গঠনে আমাদের সহযোগী হতে পারেন এবং স্বর্নিভরশীল ভবিষ্য গঠন করতে পারেন।

About This Blog

Blog Archive

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP