হোম
পরম করুনাময় সৃষ্টির্কতার নামে
সারাবিশ্বে গৃহভিত্তিক ব্যবসা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। আমেরিকায় প্রতি ১০ সেকেন্ডে ১টি গৃহভিত্তিক ব্যবসা খোলা হচ্ছে এবং ২০ লক্ষ লোক ১ লক্ষ ডলার আয় করছে (Money Magazine - March 1996). গৃহভিত্তিক ব্যবসা গঠনের সহজ এবং উৎকৃষ্ট পন্থা হলো নেটওয়ার্ক মাকেটিং। পণ্য থেকে নেটওয়ার্ক মাকেটিং এর সূচনা।
নেটওয়ার্ক ব্যবসা ৫০ বছরের পুরাতন শিল্প।শুধু মাত্র আমেরিকায় ৭৭ লক্ষ লোক এ ব্যবসায় জড়িত। সারা বিশ্বের ১২৫টি বেশী দেশে এ ব্যবসা চলছে।
নেটওয়ার্ক মার্কেটিং সাধারণ পুরুষ-মহিলাদের জন্য লক্ষ্য স্থির ও স্বপ্নকে বাস্তবায়ন করার সর্বোত্তম ব্যবসায়িক সুযোগ। যা হতে পারে এ সময়ের সর্বোৎকৃষ্ট আর্থনৈতিক মুক্তির পথ।এটি সুন্দর ও সহযবোধ্য।
এই বিশ্ব নন্দিত নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতিতে বাংলাদেশে সর্ব প্রথম ১৯৯৯ সালের প্রথম দিকে শুরু হলেও এদেশের আর্থ-সামাজিক অবস্থার উপযোগী করে এবং সর্বাধুনিক প্রয়োগশৈলী নিয়ে ২০০০ সালের ১৪ই ডিসেম্বর আত্মপ্রকাশ করে ডেসটিনি-২০০০ লি: এবং আনুষ্ঠানিক ভাবে মিলাদের মাধ্যমে যাত্রা শুরু করে ২০০১ সালের ০৫ জানুয়ারী।
বর্তমানে ডেসটিনি-২০০০লি: এর সাথে জড়িত আছে ৩০ লক্ষের ও অধিক লোক। ২০১২ সালের মধ্যে ১ কোটি লোকের কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।